পটুয়াখালীতে আয়কর প্রাদানের পরিমাণ বেড়েছে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-11 23:08:42

করভীতি দূর হওয়াসহ সরকারের নানামুখী উদ্যোগ এবং দক্ষিণাঞ্চলে বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতায় পটুয়াখালীতে আয়কর প্রদানের পরিমাণ এবং রিটার্ন জমা দানের সংখ্যা বেড়েছে। বিগত বছরের থেকে এ বছর ৩০ নভেম্বর পর্যন্ত গত ৫ মাসে আয়কর প্রদানের হার বেড়েছে ২৩ দশমিক ৫ শতাংশ এবং রিটার্ন জমাদানের হার বেড়েছে ১৪ দশমিক ১৯ শতাংশ। তবে এই ধারাবাহিকতা ধরে রাখাকেই বড় চ্যালেঞ্চ বলে মনে করছেন কর বিভাগ সংশ্লিষ্টরা।

পুরো দক্ষিণ উপকূলে চলছে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড। এর মধ্যে রয়েছে পায়রা সমুদ্রবন্দর, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদুৎ কেন্দ্রসহ রয়েছে ইপিজেড কিংবা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মতো মেগা সব প্রকল্প। এসব কারণে গত এক দশকে কৃষি ও মৎস্য নির্ভর দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা এবং মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটেছে।

পটুয়াখালী কর বিভাগের তথ্য অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড এ বছরের ১লা জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১ কোটি ৮৪ লক্ষ টাকা কর আদায়ের লক্ষ মাত্র নির্ধারণ করলেও ৩০ নভেম্বর পর্যন্ত পটুয়াখালী সার্কেলে গত ৫ মাসে ২ কোটি ১২ লক্ষ ৭৪ হাজার ২৯৯ টাকা কর আদায় করা হয়েছে। যা গত বছরে ছিল ১ কোটি ৭২ লক্ষ ৩৯ হাজার ৭১২ টাকা। এ ছাড়া রিটার্ন জমা হওয়ার সংখ্যাও গত বছরের থেকে এবার বেশি। গত বছর ৩০ নভেম্বর পর্যন্ত ৩৬৯৯ জন ব্যক্তি আয়কর রিটার্ন জমা দিলেও এবার ৩০ নভেম্বর পর্যন্ত ৪২২৪ জন ব্যক্তি রিটার্ন জমা দিয়েছেন।

করদাতা ও আয়কর আইজীবীরা বলছেন, বিগত সময়ের থেকে কর প্রদানে ভোগান্তি এখন অনেক কম এবং সহজ। যে কারনে দ্রুত কর প্রদান করা সম্ভব হচ্ছে।

পটুয়াখালী সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান জানান, কর বিভাগের এই অর্জন এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে কর দাতাদের আরও সচেতন করতে হবে। পাশপাশি কর বিভাগের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে গণমাধ্যমে ইতিবাচক প্রচার প্রচারণা প্রয়োজন।

চলতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমাদানের তারিখ শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন দাখিলের জন্য আরও এক মাস সময় বৃদ্ধি করেছে। বর্ধিত এই সময়েও বিপুল অঙ্কের কর জমা পড়বে বলে আশাবাদী কর বিভাগ।

এ সম্পর্কিত আরও খবর