বেধে দেওয়া সময়ের মধ্যে শেষ হচ্ছে না ধানমন্ডি এলাকার ঝুলন্ত তার ভূগর্ভস্থ লাইন স্থাপনের কাজ। এর আগে রাজধানীকে তারের জঞ্জালমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অপসারণ কার্যক্রম শুরুও করেছিলেন।
পরবর্তীতে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন-কোয়াব ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএসপিএবি) সময় চাইলে ডিসেম্বর পর্যন্ত সময় দেন মেয়র। সেই কাজের সার্বিক অগ্রগতি পরিদর্শন করে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বললেন, আজ পর্যন্ত তাদের কাজ দেখে আমি সন্তুষ্ট নই।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ধানমন্ডি এলাকার কার্যক্রম পরিদর্শন শেষে আবহানী ক্লাব মাঠের বিপরীত পাশের রাস্তায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, আমি চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে কাজটা সম্পন্ন হবে। অন্যদিকে দুই সংস্থা পুরো ধানমন্ডি এলাকা থেকে ঝুলন্ত তার অপসারণ করতে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বললেন।
মেয়র তাপস বলেন, ঝুলন্ত তার অপসারণের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। পরবর্তীতে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন-কোয়াব ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাথে আলোচনার প্রেক্ষিতে তাদের আমরা সুযোগ দিয়েছি। সময় সীমার মাঝে ঝুলন্ত তার অপসারণ করে ভূগর্ভস্থ স্থাপন করবে। তারা প্রাথমিকভাবে ধানমন্ডি এলাকাকে বেছে নিয়েছে। এই কাজ করছে সিটি করপোরেশনকে কোনো রকম চার্জ না দিয়ে, আমরা সেই সুযোগ দিয়েছি। প্রথমে আমরা নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম এরপর বাড়িয়ে ডিসেম্বর করেছি। তবে কাজ যে পর্যায়ে আছে আমার কাছে সন্তোষজনক না, আমি চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে পুরো কাজটি সম্পন্ন করবে। আশা করি, তারা বিষয়টা অনুধাবন করবে। ঢাকাবাসী দীর্ঘদিন ধরে তারের জঞ্জাল নিয়ে বাস করছে।
এদিকে মেয়র চলে যাওয়ার পর সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএসপিএবি) প্রেসিডেন্ট এম এ হাকিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পুরো ধানমন্ডি এলাকাতে যে কাজ চলছে তা রাতারাতি করা সম্ভব নয়। আমরা শুরু করেছি নভেম্বর থেকে। মেয়র মহোদয় চাচ্ছিলেন ডিসেম্বরের মধ্যেই কাজটা সম্পন্ন করতে। আমরা তাৎক্ষণিকভাবে শুরু করেছি, আজকে দেখে মনে হয়েছে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে।
তিনি বলেন, এই মহামারীর সময় আমাদের সম্পদের স্বল্পতা ছিল। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫ টার মধ্যে আমাদের সব সরঞ্জাম চলে আসবে। আজ কাজ শুরু করলে আরো এক মাস সময় লাগবে। পুরো ধানমন্ডি এলাকা ক্যাবল মুক্ত করতে জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর পুরো দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কে মাথার ওপরের তারগুলো আগামী বছরের অর্থাৎ ২০২১ সালের মধ্যে শেষ করতে হবে।
ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন-কোয়াব চেয়ারম্যান আনোয়ার পারভেজ বলেন, অল্প সময়ের মধ্যে চেষ্টা করব ঢাকা উত্তর এবং দক্ষিণের প্রধান সড়কগুলি থেকে তার অপসারণ করার।