টেলিফোনে তামিমের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:51:13

বাম হাতের কবজিতে আঘাতপ্রাপ্ত জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিমের সর্বশেষ শারীরিক অবস্থা জানার জন্য বুধাবর (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফোন করেন  প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তামিমকে বলেন, তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হারজিত থাকবেই। প্রধানমন্ত্রী প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন তামিমকে।

এসময় যে কোন সহযোগিতার জন্য কুণ্ঠাবোধ না করে তাঁকে জানাতে বলেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চলমান এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে হাতে মারাত্মকভাবে আহত হন তামিম। পরবর্তীতে ব্যান্ডেজ করা হাত নিয়েই দলের খারাপ অবস্থায় ঝুঁকি নিয়ে দেশের জন্য খেলতে নামেন তিনি। যেটা সারা বিশ্বে ক্রিকেটপ্রেমীদের কাছে প্রশংসিত হয়। ঐদিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর