বগুড়ায় প্রতিপক্ষের মারধরে দিনমজুরের মৃত্যু, আটক ২

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-21 22:27:44

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের মারধরে আহত তাজেল হোসেন (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত তাজেল হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের খুদু শেখের ছেলে।

রোববার (২০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ধুনট থানা পুলিশ তাজেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিরহাটি গ্রামের এনতাজ আলীর ছেলে নুরু শেখ (৫৫) ও তার ছোট ভাই সোলায়মান আলীকে (৫২) আটক করেছে পুলিশ।

জানা গেছে, নিহত তাজেল হোসেনের স্ত্রী বেগম খাতুন প্রতিবেশী বিশা শেখের ছেলে সাকিব হোসেনকে হিজরা বলে অপবাদ দেয়। এ কথা নিয়ে বিশা শেখের পরিবারের সাথে তাজেলের পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে ৮ ডিসেম্বর কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের মারধরে তাজেল হোসেন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ অবস্থায় শনিবার রাতে তাজেল হোসেন নিজ বাড়িতে মারা যায়। তখন এ বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে সমঝোতার বৈঠক বসে। এ সময় তাজেলের পুত্রবধূ (তালাকপ্রাপ্ত) কাজুলী খাতুন ৯৯৯-এ ফোন করে হত্যার অভিযোগ করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ধুনট থানা অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে তাজেলের মৃত্যুর প্রকৃত কারণ। তবে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর