শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 21:44:23

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আমদানি নিষিদ্ধ ১ লাখ ৩০ হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১৯ সেপ্টেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড.মো.শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ড.মো.শহিদুল ইসলাম বলেন, শুল্ক গোয়েন্দার কাছে তথ্য ছিল কুয়েত থেকে কেইউ-২৮৩ নামের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণে আমদানি নিষিদ্ধ সিগারেট আসবে। সেই তথ্যের ওপর ভিত্তি করে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর শুল্ক গোয়েন্দা দল ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে।

তিনি বলেন, নির্ধারিত ৪নং ব্যাগেজ বেল্ট হতে ব্যাগ সংগ্রহ করে মোহাম্মদ বাবর আলম নামে এক যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে বের না হয়ে হাজীদের বের হওয়ার জন্য নির্ধারিত গেটের দিকে দ্রুত রওনা দিলে শুল্ক গোয়েন্দা দল তাকে চ্যালেঞ্জ করে। এরপর তার কাছে থাকা ৩টি লাগেজ স্ক্যান করে বিপুল পরিমাণ সিগারেটে পাওয়া যায়।

তিনি আরও বলেন, এছাড়া ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় আরও ৩টি লাগেজ পাওয়া যায়। পরবর্তীতে কাস্টমস হলে রাত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৬টি লাগেজ খুলে মোট ৬৫০ কার্টনে ১ লাখ ৩০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করা হয়। যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

 

এ সম্পর্কিত আরও খবর