বগুড়ায় হু-হু করে বাড়ছে চালের দাম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-27 14:14:37

বগুড়ার হাট বাজারে নতুন ধান উঠলেও চালের দাম বাড়ছে হু-হু করে। গত দুই সপ্তাহের ব্যবধানে কয়েক দফায় প্রকার ভেদে চালের দাম বেড়েছে কেজি প্রতি ৮ থেকে ১২ টাকা। বগুড়ার খোলা বাজারে সর্বনিম্ন মোটা চালের দাম এখন ৪৭ টাকা এবং চিকন চালের দাম সর্বোচ্চ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে বাজারে ধান ও চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকারের চলমান অভ্যন্তরীণ আমণ সংগ্রহ মৌসুমে ধান চাল ক্রয় অভিযান ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বগুড়ার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, রনজিৎ ও বিআর-২৯ চাল ৪৭-৪৮ টাকা, স্বর্না চাল ৫২-৫৪ টাকা, বিআর -২৮ চাল ৫২-৫৪ টাকা, মিনিকেট চাল ৬০ টাকা, নাজির শাইল চাল ৬৪-৬৫ টাকা, পাইজাম চাল ৬৪-৬৫ টাকা, কাটারী (স্থানীয়) চাল ৫৮-৬০ টাকা এবং কাটারী চাল (উন্নত) ৬৪-৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগেও কেজি প্রতি চালের দাম ৮ থেকে ১২ টাকা কম ছিল। চাল ব্যবসায়ীরা বলছেন, বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণে চালের দাম বাড়ছে। এছাড়াও গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারনে চাতালে ধান শুকাতে দেরি হওয়ায় বাজারে চাল সরবরাহ কমে যাওয়ায় চালের বাজার বাড়তি।

এদিকে বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, বিআর-৪৯ ও বিআর-২৮ ধান ১২০০ টাকা এবং কাটারী ধান ১৩০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। বাজারে ধানের দাম বেড়ে যাওয়ায় সরকারের অভ্যন্তরীন আমণ সংগ্রহ অভিযানও ব্যাহত হচ্ছে। সরকারি খাদ্য গুদামে ধানের দাম ২৬ টাকা কেজি হিসেবে ১০৪০ টাকা নির্ধারণ করা হলেও বাজারে ধানের দাম ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। অপরদিকে সরকারি খাদ্য গুদামে ৩৭ টাকা কেজি দরে যে চাল কেনা হচ্ছে সেই চাল বাজারে বিক্রি হচ্ছে ৪৭ টাকা কেজি। একারনে খাদ্য গুদামের সাথে চুক্তিবদ্ধ মিলারগণ ধান-চাল সরবরাহে আগ্রহী হচ্ছেন না।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরকারি খাদ্য গুদামে ৪৮ হাজার ২৪১ মেট্রিক টন সিদ্ধ চাল, একহাজার ৯৯১ মেট্রিক টন আতপ চাল এবং ১১ হাজার ৭৯২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারন করেছে। গত ৭ ডিসেম্বর বগুড়ায় অভ্যন্তরীন খাদ্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হলেও বাজারে ধানের দাম বেশি হওয়ায় মিলারগণ খাদ্য গুদামে ধান চাল দিচ্ছেন না।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ বার্তা ২৪.কম’কে বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ধান চালের মুল্য অনেক বেশি। একারণে মিলারদের মধ্যে আগ্রহ কম।

এ পর্যন্ত বগুড়ায় মাত্র ১৫ মেট্রিক টন ধান, ১২৬৩ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে। তবে এখন পর্যন্ত টন আতপ চাল সংগ্রহ হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর