বগুড়ায় বাজার স্থানান্তরের প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-09-01 08:24:26

বগুড়ায় করোনাভাইরাস সংক্রমণ রোধে শহরের ফতেহ আলী বাজার শহরের আলতাফুন্নেচ্ছা খেলার মাঠে স্থানান্তরের প্রতিবাদে ধর্মঘট শুরু করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে মাছ, মাংস ও সবজি ব্যবসায়ীরা ফতেহ আলী বাজার ও আলতাফুন্নেচ্ছা খেলার মাঠে দোকান দেননি।

জানা গেছে, করোনাভাইরাসের দ্বিত্বীয় ঢেউ মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে জেলা প্রশাসন শহরের মাছ, মাংস ও সবজির প্রধান বাজার ফতেহ আলী বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী গত শুক্রবার সকাল থেকে ফতেহ আলী বাজার বন্ধ ঘোষণা করে শহরের আলতাফুন্নেচ্ছা খেলার মাঠে বাজার চালু করা হয়। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়কেই বিড়ম্বনায় পড়তে হয়।

ক্রেতাদের অভিযোগ, ফতেহ আলী বাজারে মুদী দোকান খোলা রেখে মাছ, মাংস ও কাঁচা বাজার স্থানান্তর করায় তাদেরকে দুই বাজারেই যেতে হচ্ছে।

ব্যবসায়ীদের অভিযোগ, খোলা মাঠে বাজার বসানোর কারণে তাদের ক্রেতা কমে গেছে। এছাড়াও শীতের মধ্যে খোলা মাঠে ব্যবসা করতে গিয়ে ঠান্ডা বাতাস ও কুয়াশায় ব্যবসায়ীরা অসুস্থ হয়ে পড়ছে।

ফতেহ আলী বাজারের মাংস ব্যবসায়ী সেলিম জানান,আলতাফুন্নেচ্ছা মাঠে বাজার বসানোর পর থেকেই তাদের ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে।

মাছ ব্যবসায়ী কালাম বলেন, মাছ ব্যবসায়ীদের সার্বক্ষণিক পানি ব্যবহার করতে হয়। শীতের মধ্যে ফতেহ আলী বাজারে শেডের নিচে লাইটিং করে তারা ব্যবসা করেন। কিন্তু আলতাফুন্নেচ্ছা মাঠে খোলা আকাশের নিচে একদিকে ঠান্ডা বাতাস অন্য দিকে কুয়াশার মধ্যে পানি ব্যবহার করে গত কয়েকদিনে বেশ কয়েকজন ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন। একারণে তারা আলতাফুন্নেচ্ছা মাঠে ব্যবসা করতে তারা আগ্রহী না।

ব্যবসায়ীরা বলেন, একদিকে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে শীতের মধ্যে খোলা মাঠে ব্যবসা করতে গিয়ে ব্যবসায়ীরা অসুস্থ হয়ে পড়ছেন। একারণে তারা ধর্মঘট ডেকে ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন।

ফতেহ আলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাল শেখ বার্তা২৪.কম’কে বলেন, জেলা প্রশাসক বাজার খুলতে নিষেধ করেছেন। অন্যদিকে ব্যবসায়ীরা আলতাফুন্নেচ্ছা মাঠে বাজার বসাবেন না। একারণে ব্যবসায়ীরা ধর্মঘট ডেকেছেন। তবে ফতেহ আলী বাজার খোলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এ সম্পর্কিত আরও খবর