ময়মনসিংহে অস্ত্র-গুলিসহ ৩ শীর্ষ সন্ত্রাসী আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 22:34:14

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি এলাকা থেকে গুলিভর্তি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪।

আটককৃতরা হলো- শাকিব (২০), হাবিবুর রহমান (২৬) ও সুজন মিয়া (৩৮)।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে র‍্যাব-১৪’র সদর দফতরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।

সংবাদ সম্মেলন। ছবি: বার্তা২৪.কম

তিনি জানান, ভোর ৪টার দিকে নগরীর কেওয়াটিখালি ওয়াপদা মােড় এলাকায় একটি সন্ত্রাসী ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় র‍্যাব-১৪'র ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ কোম্পানির (সিপিএসসি) একটি দল। অভিযানে ওই তিন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয় র‍্যাবের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে গুলিভর্তিসহ একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব-১৪’র সিও আরও জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র ও মাদক কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরও খবর