শ্রমিক বিক্ষোভে ফুঁসে উঠেছে খুলনার শিল্পাঞ্চল

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 19:20:52

খুলনা: ছয় দফা দাবিতে ফুঁসে উঠেছে খুলনার খালিশপুরের শিল্পাঞ্চল। শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি প্রদান, জাতীয়করণ বিল-২০১৮ বাতিল, পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, বদলি শ্রমিক স্থায়ীকরণ, অবসরকৃত-চাকরিচ্যুত শ্রমিক কর্মচারীদের পাওনা পিএফ, গ্র্যাচুইটি পরিশোধসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলের বিক্ষুব্ধ শ্রমিকরা লাঠি মিছিল বের করে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিকরা স্লোগান তোলেন, ‘কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না। রুটি-রুজির সংগ্রাম, চলছে চলবে’।

বিক্ষোভ মিছিল খালিশপুর পিপলস গোল চত্বর থেকে শুরু হয়ে বিআইডিসি রোড, নতুন রাস্তার মোড় এলাকা প্রদক্ষিণ করে মিল গেটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য দেন- রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ পরিষদের সদস্য সচিব সোহরাব হোসেন, শ্রমিক নেতা কওছার আলী মৃধা, শ্রমিক নেতা খলিলুর রহমান ও আবু জাফর প্রমুখ।

উল্লেখ, পাটকল শ্রমিকদের ১১ দফা দাবিকে ৬ দফায় কমিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদ। আর এই ৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ আন্দোলন ডাকে খুলনার খালিশপুর, ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, স্টার, আটরা শিল্প এলাকার ইস্টার্ন, আলিম ও নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই মিলের শ্রমিকরা।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ সেপ্টেম্বর একযোগে নরসিংদী ও খুলনার খালিশপুরে শ্রমিক সমাবেশ, ২২ সেপ্টেম্বর বাংলাদেশ জুট মিলের সামনে গেট সভা ও শ্রমিক বিক্ষোভ, ২৩ সেপ্টেম্বর জুট মিলে দেশের সকল পাটকল শ্রমিক নেতাদের সভা, ২৪ সেপ্টেম্বর আমিন জুট মিলে সভা, ২৭ সেপ্টেম্বর রাজপথে কফিন মিছিল, ৩০ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ, ২ অক্টোবর রাজপথ-রেলপথ অবরোধ, ৫ অক্টোবর খালিশপুর পিপলস গোল চত্বরে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর