হাসপাতাল বাউন্ডারির বাইরে থেকে পানি নিতে হয়

খুলনা, জাতীয়

শরিফুল ইসলাম, ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 20:57:15

নড়াইল: প্রতিদিন সকালে নড়াইল আধুনিক সদর হাসপাতালের সামনে আপনার চোখে পড়বে কারো হাতে ছোট কলসি, কারো হাতে খালি জগ, কেউবা হাতে খালি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে। খাওয়ার জন্য বিশুদ্ধ পানি নিতে কে কার চেয়ে আগে যাবে সেই প্রতিযোগিতাই যেন চলে এখানে।

বলছিলাম নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীসহ স্বজনদের কথা। প্রতিযোগিতা করে এখান থেকে পানি নিতে হয় তাদের।

জানা গেছে, নড়াইল আধুনিক সদর হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির সংকট থাকলেও কর্তৃপক্ষ যেন দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ। হাসপাতাল চত্বরে তিনটি টিউবওয়েল থাকলেও তা পান করার উপযোগী নয়।

রোগীর স্বজনরা অভিযোগ করে জানায়, সদর হাসপাতালে নড়াইলসহ যশোরের বাঘারপাড়া, মাগুরার মুহাম্মদপুরসহ আশপাশের লোকজন এখানে চিকিৎসা নিতে আসে। প্রতিদিন আউটডোরে কমপক্ষে দেড় থেকে দুইশ রোগী দেখা হয় এবং ইনডোরে প্রায় একশ রোগী ভর্তি থাকে। পাশাপাশি রোগীর সঙ্গে স্বজনরাও থাকেন। অথচ এখানে বিশুদ্ধ খাবার পানির কোনো ব্যবস্থা নেই। হাসপাতালের বাইরে থেকে পানি এনে রোগীসহ স্বজনদের খেতে হয়।

নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের আহত রোগী সুফিয়া বেগমকে গতকাল বুধবার ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে। তার স্বজনরা জানায়, গত রাতে খাওয়ার জন্য পানি ছিল না। সঙ্গে পুরুষ মানুষ না থাকার কারণে ওই সময় হাসপাতালের বাইরে এসে পানি নেওয়া সম্ভব হয়নি। পরে অন্যদের কাছ থেকে পানি চেয়ে খেতে হয়েছে।

কালিয়া উপজেলার ভোমবাগ গ্রামের রত্না বিশ্বাস বলেন,‘হাসপাতাল চত্বরে দ্রুত বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’

সদর হাসপাতালের সামনে অবস্থিত রাজু ফার্মেসির মালিক কামরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন,‘প্রায় তিন বছর আগে আমরা ওষুধ ব্যবসায়ী মালিক সমিতির লোকজন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলামের কাছ থেকে এ টিউবওয়েলটি এনে এখানে বসাই। আমারা ব্যবসায়ীরাসহ হাসপাতালের রোগীর স্বজনরা এখান থেকে পানি নিয়ে খাই।’


নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ.ফ.ম মশিউর রহমান বাবু বার্তা২৪.কমকে বলেন,‘আমাদের হাসপাতাল বাউন্ডারির ভেতরে তিনটি টিউবওয়েল রয়েছে। তবে ওই টিউবওয়েলের পানিতে কিছুটা আয়রন আছে। যার কারণে রোগীর স্বজনরা বাইরে থেকে পানি এনে খান। তবে আমাদের হাসপাতাল বর্ধিত করণে কাজ চলছে। এগুলো সম্পন্ন হলে পানির আর সমস্যা থাকবে না।’

এ সম্পর্কিত আরও খবর