কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কুমিল্লা | 2023-08-07 18:39:17

কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব। এসব অভিযানে ২৮ কেজি গাঁজা ও ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুরের সদর থানার শীলকুড়িয়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে লেবু মিয়া, গোপালঞ্জের সদর থানার চরগোবরা গ্রামের আবুল বাশার মোল্লার ছেলে হেলাল মোল্লা, বাগেরহাটের মোল্লারহাট থানার আস্তাইল খাঁপাড়া গ্রামের আকতার আলী খন্দকারের ছেলে দিদারুল খন্দকার ও চট্টগ্রামের খুলশী থানার পাহাড়তলী রেলস্কুল একসেন কলোনি এলাকার মৃত নূর মোহাম্মদ কানু মিয়ার ছেলে কোরবান আলী।

সোমবার (৪ জানুয়ারি)  বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় লেবু মিয়াকে। একই সময়ে পৃথক দল জেলার সদর দক্ষিণের ছন্দু হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে হেলাল মোল্লা ও দিদারুল খন্দকারকে।

এ সময় তাদের মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। এছাড়া আরেকটি দল ওই সময়ে কুমিল্লা কোতয়ালি থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে ৬৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে কোরবান আলীকে।

তালুকদার নাজমুছ সাকিব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর