হরিরামপুরে ১০ মণ গুড় ধ্বংস, জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-09-01 17:51:18

রাজশাহীর বাসি ঝোলা গুড়ের সাথে চিনি ও চুন মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও ১০ মণ ভেজাল গুড় ধ্বংস করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হাপানিয়া ও গোপীনাথপুর এলাকায় ভেজাল বিরোধী এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এ বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান রুমেল বলেন, মানিকগঞ্জের ঐতিহ্যের সাথে মিশে আছে হরিরামপুর উপজেলার হাজারী গুড়। খেজুরের রস থেকে গুড় তৈরির মৌসুমে অসাধু কিছু ব্যবসায়ী রাজশাহী থেকে ঝোলা গুড় ক্রয় করে তার সাথে চিনি ও চুন মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী।

এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিরামপুর উপজেলার হাপানিয়া গ্রামের শিমুলকে চার হাজার, রমজান আলীকে ১০ হাজার এবং গোপীনাথপুর মজমপাড়া গ্রামের ককেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদের নিকট থেকে ১০ মণ ভেজাল গুড় জব্দ শেষে ধ্বংস করা হয়।

জেলা প্রশাসক এসএম ফেরদৌসের নির্দেশনায় জেলার সকল এলাকায় ভেজাল বিরোধী এসব অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর