‘মানুষের কল্যাণে র‌্যাব আশ্রয় ও বিশ্বাসের জায়গায় পরিণত হয়েছে’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-23 22:12:59

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের কল্যাণে র‌্যাব আজকে আশ্রয় ও বিশ্বাসের জায়গায় পরিণত হয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে নিরাপত্তা বাহিনীকে এগিয়ে নিতে হবে। জঙ্গি, সন্ত্রাস, দস্যুদমন সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের দমন করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় র‌্যাব-১৩ রংপুর এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘‘র‌্যাব সেবা সপ্তাহ’’-এর এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন হওয়ায় পুলিশ বাহিনী তাদের প্রযুক্তি ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছে। বঙ্গবন্ধুর পরিবারকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। আমরা বঙ্গমাতাসহ সেই দিনে যারা প্রাণ হারিয়েছেন এবং সেই সাথে ৩০ লক্ষ শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার, জেলা প্রশাসক আবদুল মতিন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর