মানিকগঞ্জে ২ ইটভাটা ধ্বংস, জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-27 19:49:01

মানিকগঞ্জের সাটুরিয়ায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় ও কৃষি জমিতে ভাটা স্থাপনের দায়ে দুই ইট ভাটা গুড়িয়ে ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বালিয়াটী ইউনিয়নের হাজীপুর গ্রামের বিবি ব্রিকস ও খান ব্রিকস নামের দুটি ভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এসময় বিবি ব্রিকস মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী বিচারক মো. সাদেকুর রহমান সবুজ।

এ সময় র‌্যাব -৪ এর কোম্পানি কমান্ডার উনু মং চাকমা, মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুর আলম উপস্থিত ছিলেন। অভিযানে মানিকগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদফতরের ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী বিচারক মো.সাদেকুর রহমান সবুজ বলেন, দুটি ইট ভাটার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র এবং জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স ছিল না। বার বার চিঠি দিলেও ভাটার মালিকরা তা সংগ্রহ করেনি। তাই অভিযান চালিয়ে ভাটা দুইটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এক ভাটার মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা ও আদায় করা হয়।

এ সম্পর্কিত আরও খবর