বগুড়ায় আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-31 18:02:32

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর চারটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

অপরদিকে শনিবার (৯ জানুয়ারি) দুপুরে সারিয়াকান্দিতে পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমনের নির্বাচনী প্রচার মিছিলে বাধা দিয়েছে নৌকা মার্কার প্রার্থীর কর্মী-সমর্থকরা। এনিয়ে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে অস্থায়ী এই কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

কার্যালয়গুলো হচ্ছে- শেরপুর পৌর শহরের শিশুপার্ক মোড়, উত্তর সাহাপাড়ার কলাপট্টি এলাকা, উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন নয়াপাড়া ও টাউন কলোনি।

শহরের শিশুপার্ক মোড় নির্বাচনী ক্যাম্প পরিচালনাকারী পীযূষ বসাক জানান, শুক্রবার দিবাগত রাত ৩টা পর্যন্ত তারা দলীয় কর্মী নিয়ে বসেছিলেন। এরপর বাড়ি ফিরে যান। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন যে তাদের নির্বাচনী কার্যালয়ে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। একইভাবে পৌর শহরের অপর তিনটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গত ৪ জানুয়ারি রাতে আবদুস সাত্তারের নৌকা মার্কার নির্বাচনী প্রচার মিছিলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছিল। এ নিয়ে শেরপুর থানায় অভিযোগ করা হয়েছে। শনিবার সকালে মেয়র পদপ্রার্থী আবদুস সাত্তার আগুনে পুড়ে যাওয়া কার্যালয়গুলো দেখতে যান। এ সময় শহর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার বাগচী বলেন, আগুনে পুড়িয়ে দেওয়া অফিস এলাকাগুলো আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী লীগের মেয়র পদে আবদুস সাত্তারের অফিসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বার্তা ২৪.কম-কে বলেন, শনিবার সকালে পুলিশ আগুনে পুড়ে যাওয়া নির্বাচনী ক্যাম্পগুলো পরিদর্শন করেছে। এঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

এ সম্পর্কিত আরও খবর