শিশু-কিশোরদের পিটুনীতে মারা গেল হনুমানটি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-27 08:05:48

গাইবান্ধার সদর উপজেলায় খাবার সন্ধানে লোকালয়ে ছুটছে আসে একটি হনুমান। সেটি স্থানীয় শিশু-কিশোরদের পিটুনীতে আহত হয়ে মারা গেছে।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী এলাকায় হনুমানটি মারা যায়।

এর আগে শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আনিছুর মাস্টারের বাড়ির উঠানে ও গাছে অবস্থান করছে বিরল প্রজাতির হনুমানটি। এর পর থেকে শিশু-কিশোরদের ধাওয়ায় হনুমানটি বিভিন্ন স্থান পরিবর্তন করতে থাকে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৯ জানুয়ারি) দুপুরে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী গ্রামের একটি বেগুন ক্ষেতে হনুমানটি আশ্রয় নেয়। এসময় গ্রামের শিশু-কিশোরদের পিটুনীতে মারাত্মক আহত হয় হনুমানটি। পরে গ্রামবাসী পশু চিকিৎসককে ডেকে এনে আহত হনুমানটির চিকিৎসা দিলেও বাঁচানো যায়নি ।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফিউল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক এবং হতাশার। বিষয়টি আমাদেরকে জানালে হনুমানটি উদ্ধারের উদ্যোগ নেওয়া যেত।

আরও পড়ুন: গাইবান্ধায় লোকালয়ে ঘুরছে হনুমান

এ সম্পর্কিত আরও খবর