গাজীপুরে সামিটের পৃষ্ঠপোষকতায় নির্মিত নতুন স্কুল ভবন হস্তান্তর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা | 2023-08-28 04:19:44

গাজীপুরের কড্ডায় ৩৮ নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্যবসায়ী গ্রুপ সামিট-এর অর্থায়নে নির্মিত একটি নতুন তিনতলা ভবন হস্তান্তর করা হয়েছে। শনিবার (০৯ জানুয়ারি) ভবনটি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রসঙ্গত, সামিট গ্রুপের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় মোট ৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ০.৮ একর জমির উপর এই তিন-তলা স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেন, ‘আমরা চাই সামিটের মতো কোম্পানি সততা ও দক্ষতার সাথে কাজ করুক। তারা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি একটি মসজিদ ও একটি স্কুল ভবনও তৈরি করে দিয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর