আলু ক্ষেতের সঙ্গে শত্রুতা!

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-25 00:17:08

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শত্রুতার বসে কৃষক মমতাজ আলীর ২০ শতক জমির আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এই কৃষকের।

সরেজমিনে রোববার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামস্থ মাঠে দেখা যায় আলুর গাছ উপড়ে ফেলানোর চিত্র।

জানা যায়, বোয়ালিদহ গ্রামের মৃত মাছিম উদ্দিনের ছেলে মমতাজ আলী তার ২০ শতক জমিতে গোল আলু রোপণ করে। ইতিমধ্যে এই ক্ষেতে ফলনও আসতে শুরু করেছিল। এরই মধ্যে শনিবার রাতে ওই ক্ষেতের আলুর গাছগুলো উপড়ে ফেলেছে কে বা কারা। এতে প্রায় লক্ষাধিক টাকার ফসল ক্ষতি হয়েছে মমতাজ আলীর।

ক্ষতিগ্রস্ত মমতাজ আলী বলেন, আমার ছেলে মোকছেদুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী ফরিদপুর ইউনিয়নের সাবেক জামালপুর গ্রামের আব্দুল বাছেদ খন্দকারের মেয়ে নিপা খন্দকারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মোকছেদুলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে নিপা খন্দকার। এরই জেরে নিপা খন্দকার ও তার লোকজন শত্রুতা করে আলুর গাছগুলো উপড়ে ফেলতে পারে।

তিনি আরও বলেন, শুধু আলুর ক্ষেতই নষ্ট করা নয়। এর আগে আমার বাড়িতে অগ্নিসংযোগসহ লুটপাট করে নিয়ে গেছে নিপার লোকজন।

এ ঘটনায় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বার্তা২৪.কম-কে বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

এ সম্পর্কিত আরও খবর