নৌকাডুবিতে নিখোঁজদের সন্ধান মেলেনি, অভিযান সমাপ্ত ঘোষণা

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 02:06:17

পাবনা: সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের সন্ধান মেলেনি। টানা ৩৬ ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর তা সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এ কে এম সাইফুল ইসলাম জানান, পাবনা ফায়ার সার্ভিসের একটি দল ও রাজশাহী থেকে আসা একটি ডুবুরি দলের সদস্যরা যৌথভাবে গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার সারারাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। পরে শনিবার সকালে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে তারা। তবে উদ্ধারকারীরা কোনো মরদেহ উদ্ধার করতে পারেনি।

এদিকে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় শোকের মাতম চলছে স্বজনদের মাঝে।

অপরদিকে নৌকা ডুবির ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যান পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক। এ সময় নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলে খোঁজ খবর নেন। তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের মাঝে ১৫ হাজার করে টাকা দেয়া হয়। আরও ৫ হাজার টাকা করে দেয়া হবে বলে জানা গেছে।

পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, শনিবার ভোরে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। নদী এলাকার বিভিন্ন জন প্রতিনিধিদের জানানো হয়েছে কোথাও নিখোঁজদের সন্ধান পেলে তাৎক্ষণিক তাদেরকে জানানোর জন্য।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দীঘি গোহাইলবাড়ী এলাকায় একটি মৃত্যুবাষির্কীতে যাওয়ার সময় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে শিশুসহ তিনজন নিখোঁজ হয়। নিখোঁজরা হলেন- সদর উপজেলার দীঘি গোহাইলবাড়ী গ্রামের ইমান সরদারের ছেলে আবুল হাসেম (৩০), ডিটুল সরদারের ছেলে বিপ্লব (৭) ও কাশেম সরদারের ছেলে নাইম (৬)।

এ সম্পর্কিত আরও খবর