‘ভোটের আগে ভাই ভাই, পরে খবর নাই’

রংপুর, জাতীয়

নাহিদ রেজা, ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 10:16:45

ঠাকুরগাঁও: ‘এই রাস্তা কোনো দিন ঠিক হবে না। রাস্তা ঠিক হবে এমন আশাও আমরা আর করি না। তবে এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের অনেক কষ্ট হয়। যদিও তা দেখার কেউ নেই। যখন ভোট আসে তখন সবাই প্রতিশ্রুতি দেয়। পরে আর খবর থাকে না। কথায় আছে, ভোটের আগে ভাই ভাই, পরে আর কোনো খবর নাই। এই হচ্ছে অবস্থা।’

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ক্ষোভ নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা আল মাহামুদুল হাসান বাপ্পিসহ স্থানীয় অনেকে।

সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের টিকাপাড়া, গোয়ালপাড়া, সরকারপাড়া, বসিরপাড়া, হাজীপাড়া, মুন্সিপাড়ার প্রায় সব রাস্তাই ভাঙাচোরা। জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত। ভাঙাচোরা এসব সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। সময় মতো সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব রাস্তায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে পথচারীরা পড়ছে চরম ভোগান্তিতে। পাশাপাশি বিপাকে পড়ছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। স্থানীয়দের দাবি দ্রুত যেন এসব রাস্তাঘাট সংস্কার করা হয়।

কথা হয় শহরের টিকাপাড়া এলাকার তামিম নামে একজনের সঙ্গে। ক্ষোভ নিয়ে তিনি বলেন,‘দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর কোনো সংস্কার হচ্ছে না। আর কতো অপেক্ষা করতে হবে। কোন দুনিয়ায় থাকি আমরা? এই রাস্তাগুলো দেখভাল করার জন্য মনে হয় কেউ নেই। এতিম রাস্তা।’

মুন্সিপাড়ার বাসিন্দা আঁখি আখতার বলেন,‘রাস্তাগুলোতে নেই কোনো কার্পেটিং। যার কারণে যানবাহনে করে চলাচল করাও হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলোতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এ কারণেই নর্দমার ময়লা-আবর্জনা চলে আসছে রাস্তার উপরে। বাচ্চাদের স্কুলে পাঠাতে অনেক কষ্ট হয়।’

একই এলাকার আরেক বাসিন্দা রমজান আলী বলেন, ‘অনেক আগে একবার রাস্তাটির কাজ করা হয়েছিল। এরপর আর কোনো মেরামত করা হয়নি। রাস্তার বেহাল দশার কারণে আমরা ভালোভাবে চলাচল করতে পারি না। ভালোভাবে চলাচল করতে পারে না কোনো যানবাহনও।’

এ ব্যাপারে পৌরসভার মেয়র মির্জা ফয়সাল আমিন জানান, খুব শিগগিরই রাস্তাগুলোর সংস্কার কাজ শুরু হবে। তবে রাস্তাগুলোর ব্যাপারে জনগণকেই সচেতন হতে হবে। তারা যেন রাস্তা কেটে ড্রেন না করে।

এ সম্পর্কিত আরও খবর