কোস্ট গার্ডের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 14:13:35

বাংলাদেশ কোস্ট গার্ড পৃথক অভিযান পরিচালনা করে ফেনসিডিল, বিয়ার ও গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলো, সুদেব প্রামান্য (৩৩) এবং সোহেল হালদার (২১)। তারা দুইজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং নিজেরাও মাদক সেবন করে।

শনিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

এর আগে গত ১৫ জানুয়ারি রাতে বরিশাল কালাবদর নদীর লাহার হাট হোগলা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

এ বিষয়ে লে. খন্দকার মুনিফ তকি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনে থাকা বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদরের কালাবদর নদীর লাহার হাট হোগলা এলাকায় এম এল সোহাগী লঞ্চে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিয়ার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ওই অভিযানে মাদকের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নিকট হস্তান্তর করা হয়।

অপরদিকে, খুলনার বুড়িরডাবর এলাকা এবং মোংলা গরুরহাট এলাকায় পৃথক দুটি অভিযানের মাধ্যমে ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি জানান, জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর