বগুড়ায় আ.লীগ ১, বিএনপি ১, অপরটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-31 10:52:51

বগুড়ার তিনটি পৌরসভা নির্বাচনে একটি আওয়ামী লীগ, একটিতে বিএনপি এবং অপর একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

মেয়র পদে নির্বাচিতরা হলেন- সারিয়াকান্দিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিউর রহমান মতি, সান্তাহারে বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টো এবং শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা।

জানাগেছে, সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এখানে বিএনপির প্রার্থী সাবিনা ইয়াসমিন বেবী ভোট পেয়েছেন ৪৯৪টি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমন পেয়েছেন ২ হাজার ৭৯৬ ভোট।

সান্তাহার পৌরসভায় ৭ হাজার ৭৮৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টো। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট।

শেরপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা ৯ হাজার ২৬২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছে। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস ছাত্তার পেয়েছেন ৫ হাজার ৯৯ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী স্বাধীন কুন্ডু পেয়েছেন ৩ হাজার ৩৬৩ ভোট।

এ সম্পর্কিত আরও খবর