গোপালগঞ্জে মধুমতি নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ২

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-21 15:19:50

গোপালগঞ্জ সদর উপজেলার তালা বালু ঘাটে মধুমতি নদীতে বালু বোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শ্রমিকরা হলেন-বিল্লাল সুকানী ও মো. রিপন। তাদের বাড়ি ভোলা জেলায়। খবর পেয়ে রোববার (১৭ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

জানা যায়, শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা বালু ঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। তাদের উদ্ধারে কাজ ‍করছে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। ট্রলারে ৩ জন শ্রমিক ছিল, তাদের মধ্যে একজন ট্রলার শ্রমিক বের হতে পারলেও বাকি দুই জনের ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি কেউ।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানিয়েছেন, রাতের বেলায় জোয়ারের সময় বালু ভর্তি ট্রলার এনে তালা বালু ঘাটে নোঙ্গর করে শ্রমিকরা ট্রলারের মধ্যে ঘুমিয়ে থাকে। রাতে ভাটার সময় বালু ভর্তি ট্রলারটির সামনের অংশ উঁচু হয়ে পিছনের অংশ(কেবিন) পানিতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৩ জন শ্রমিকের মধ্যে এক শ্রমিক তীরে উঠতে পরলেও ২ জন নিখোঁজ হয়।

খবর পেয়ে আজ রোববার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর‌্যন্ত উদ্ধার অভিযান চলছে।

এ সম্পর্কিত আরও খবর