শীগগিরই ভিডিও কনফারেন্সে ই-নামজারি ও মিসকেইস মামলার শুনানি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 06:43:18

ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, শিগগিরই পরীক্ষামূলকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই-নামজারি ও মিসকেইস মামলার শুনানি গ্রহণ শুরু হবে। এতে জনগণ আরও সহজে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন - ভূমি অফিসে গিয়ে ভূমি সেবা গ্রহণের হার আরও কমবে।

রোববার (১৭ জানুয়ারি) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভায় ভূমি সচিব এ তথ্য জানান। উল্লেখ্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইতোপূর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি গ্রহণ সম্পর্কিত এক নির্দেশনা দিয়েছিলেন ।

মন্ত্রণালয়ের মূল কাজ নীতিনির্ধারণীমূলক উল্লেখ করে ভূমি সচিব এ সময় আরও বলেন মাঠ পর্যায়ে সমাধানযোগ্য সিদ্ধান্ত মাঠেই সমাধান হয়ে গেলে কাজের গতি আরও বৃদ্ধি পাবে।

অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডিজিটাল রেকর্ড রুম, আন্ত জেলা ভূমি বিরোধ, ভূমি অফিস নির্মাণ জনবল নিয়োগ সহ প্রভৃতি ভূমি বিষয়ক বিষয় নিয়ে আলোচনা হয় সমন্বয় সভায়।

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল সহ বাংলাদেশের সকল বিভাগীয় কমিশনার ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর