গাইবান্ধায় আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় মামলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-28 11:58:55

গাইবান্ধা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় নামীয় ও অজ্ঞাতসহ শতাধিক আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) র‌্যাব ও পুলিশ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। এ মামলার ৫ আসামিকেও আটক করা হয়েছে। গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় গাইবান্ধা পৌরসভার নির্বাচন শেষে পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট গণনা নিয়ে উত্তেজিত জনতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এ ঘটনায় কয়েকজন সাধারণ মানুষ ও পুলিশ সদস্য আহত হন। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন দেয়া হয় এবং ম্যাজিস্ট্রেটের গাড়িও ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী অন্তত ৫০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে।

এ বিষয়ে রোববার সদর থানায় দুটি মামলা দায়ের হওয়ার পর থেকে গ্রেফতারের ভয়ে পূর্ব কোমরনই এলাকার কুঠি পাড়া গ্রামটি পুরুষ শুন্য হয়ে পড়েছে।

গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

 

এ সম্পর্কিত আরও খবর