কামরাঙ্গীরচরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 22:15:26

রাজধানীর কামরাঙ্গীরচরের ঠোটার মাথা হতে শেখ জামাল স্কুল পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী।

অভিযানের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে এরই মধ্যে বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। কাঁচাপাকা বেশ কয়েকটি ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিআইডব্লিউ কর্তৃপক্ষ বলছে এসব স্থাপনা বুড়িগঙ্গা নদীর জায়গার মধ্যে পড়েছে। তাই সেগুলো ভেঙে দেওয়া হয়েছে।

কোন শ্রেণির মানুষ নদীর জাগয়া দখল করে আছে জানতে চাইলে গুলজার আলী বলেন, আমরা এটি উচ্ছেদ করার জন্য আগে থেকেই এই এলাকার মানুষদের নোটিশ দিয়েছি মাইকিং করেছি। নদীর জায়গা দখল করে রেখেছে কোন শ্রেণির মানুষ আমরা সেগুলো জানি না। যেহেতু এই কামরাঙ্গীরচরের কোন ব্যক্তি আমাদের কাছে গিয়ে বলেনি এটা আমাদের ব্যক্তিগত জমি সুতরাং আমরা বলতে পারবো না, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত কে এই জমি দখল করে রেখেছে।

এদিকে , এই অভিযান আগামী আরও দুই দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর