রাজশাহীতে পিটিয়ে সার্জেন্টের হাত ভেঙে দেওয়ার অভিযোগ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-09-01 20:46:03

রাজশাহীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ঐতিহ্য চত্বরে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে আহত অবস্থায় সার্জেন্ট বিপুল ভট্টাচার্যকে (৩২) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করার সময় এক যুবক রাস্তার পাশ থেকে কাঠের চলা দিয়ে সার্জেন্টকে মারতে যান। একপর্যায়ে তারা সার্জেন্টকে কাঠের চলা দিয়ে আঘাত করেন। পরে লোকজন জড়ো হওয়ার আগেই দুই যুবক পালিয়ে যান।

মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ ঘটনায় ওই সার্জেন্টের বাঁ হাত ভেঙে গেছে। অন্য হাতেও আঘাত পেয়েছেন তিনি। এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারী দুই যুবকের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

আহত সার্জেন্টকে হাসপাতালে দেখতে গিয়ে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘দ্রুত ওই দুই যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ সম্পর্কিত আরও খবর