জনশুমারিতে সঠিক তথ্য দেয়ার আহ্বান পরিকল্পনামন্ত্রীর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-26 12:38:14

আসন্ন জনশুমারিতে সবাইকে সঠিক তথ্য দেওয়ার আব্হান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘দেশে প্রতি দশ বছর পর পর জনশুমারি হয়। এবারের জনশুমারি পেপারলেস হওয়ায় আগের চেয়ে বেশি তথ্যসমৃদ্ধ হবে। এজন্য চার লাখ কর্মী তথ্য সংগ্রহে কাজ করবে।’

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউজে আয়োজিত ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা নিয়ে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর