রেলওয়ে স্টেশন মাস্টারদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 15:08:18

বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. দিদার হোসেন বলেছেন, স্টেশন মাস্টারদের গ্রেড বিন্যাস ও বেতন বৈষম্য বাস্তবায়ন করা ও নিয়োগ বিধি/২০২০ সংশোধন করে অনিয়ম ও বৈষম্য দূর করার পদক্ষেপ গ্রহণ করে স্টেশন মাস্টারদের ন্যায্য দাবি আদায়ে সকল স্টেশন মাস্টাদেরকে অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসতে হবে।

বুধবার (২০ জানুয়ারি) বেলা ১২ টায়  বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিশেষ সভা স্টেশন মাস্টার গ্রেড-১-চট্টগ্রাম মো. জাফর আলমের সভাপতিত্বে এবং পিএসএম-চট্টগ্রাম মো. মাঈন উদ্দিন মামুনের সঞ্চালনায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত হয়। এই সভায় দিদার হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ক’দিনের মধ্যে সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। যারা রেল প্রশাসনকে ভুল বুঝিয়ে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে অনতিবিলম্বে সুপ্রিম কোর্টে রায় বাস্তবায়নে বাধাগ্রস্ত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে বলে জানান তিনি।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি জাফর উল্ল্যাহ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. ফকরুল আলম পারভেজ, সহ সাধারণ  সম্পাদক মোহাম্মদ হারুন, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, কার্যকরি সদস্য মো. আব্দুস সালাম ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাহিদ হোসেন খোকন।

সভায় চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে রায় বাস্তবায়নে সহযোগিতা, নতুন কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম ডিভিশন থেকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন  করা হয়।

 

এ সম্পর্কিত আরও খবর