মুগদায় পাখির হাট

, জাতীয়

ইয়াসিন বাবুল, কন্ট্রিবিউটিং ফটো এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 08:53:10

কবুতরসহ নানা ধরনের পাখি পালন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বাসাবাড়ির ছাদে ও উন্মুক্ত স্থানে অনেকেই এসব পাখি পালন করে থাকে। বর্তমানে শখ ও বিনোদন ছাড়াও ব্যবসায়িক উদ্দেশে মানুষ কবুতর ও পাখি পালন করে। চাহিদার কথা বিবেচনা করে রাজধানীর বিভিন্ন স্থানে বসে পাখির হাট।  

এ রকম একটি হাট রাজধানীর মুগদায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফুটবল স্টেডিয়ামের পাশে বসে
প্রতি শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ হাট চলে।  হাটে বিভিন্ন প্রজাতির কবুতর, পাখি, কবুতরের খাবার, ওষুধ ও খাঁচা পাওয়া যায়
ঢাকারসহ আশেপাশে দূর-দূরান্ত থেকে কবুতর ক্রয় করতে মানুষজন আসে
ছয় শত টাকা থেকে শুরু করে পাঁচ হাজার, দশ হাজার, টাকা পর্যন্ত কবুতর ও পাখির জোড়া বিক্রি হয়। লাভ বার্ড, টিয়া, ময়নাসহ নানা প্রজাতির পাখি এখানে বিক্রি হয়।

এ সম্পর্কিত আরও খবর