করোনাভাইরাসে দেশে মৃত্যু আট হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৮ হাজার ৩ জনের মৃত্যু হলো।
২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩৬ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৩১ হাজার ৩২৬ জন।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি-বেসরকারি ২০০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১১৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৫ লাখ ৪১ হাজার ৩৮৯টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৯২ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ০০ শতাংশ।
নতুন যে ২২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ জন আর নারী ৫ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।