বঙ্গোপসাগরে মাছ ধরার জাহাজডুবিতে ৪ মরদেহ উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-22 20:36:51

সেন্ট মার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এফভি যানযাবিল নামে একটি মাছ ধরার একটি জাহাজ ডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আর বেলা দুইটা পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ডুবে যাওয়া জাহাজের মালিক মোহাম্মদ আলী।

জাহাজের মালিক ও কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘সকালে হঠাৎ ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে জাহাজটি ডুবে যায় বলে খবর আসে। জাহাজটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে এক সপ্তাহ আগে সাগরে গিয়েছিল। মাছ ধরার ওই জাহাজে ২৬ জন ছিলেন।’

কোস্টগার্ডের ঢাকা অফিসের মিডিয়া শাখার কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, ‘মাছ ধরার জাহাজ ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’

 

এ সম্পর্কিত আরও খবর