অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোরশেদ ও মেহেদী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 00:10:48

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য দুই জনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

রোববার (২৪ জানুয়ারি) এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে বিজ্ঞপ্তি জারি করেছে আইন মন্ত্রলালয়ের আইন ও বিচার বিভাগ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাস্ট্রপতি দ্য বাংরাদেশ ল’ অফিসার্স অর্ডার- ১৯৭২ এর ৩ (২) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রীম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুর পর গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আর গত ১১ অক্টোবর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। নতুন দুইজন তাদের স্থালাভিষিক্ত হলেন।

এ সম্পর্কিত আরও খবর