শরতের সন্ধ্যা

সিলেট, জাতীয়

নূর আহমদ, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 08:01:54

সিলেট: ‘প্রকৃতির নব শোভা, সুশ্যামল মনোলোভা, কূজিছে বিহগকুল তরুর শাখায়, কিবা শোভা শরতের এ নব সন্ধ্যায়’। কবি সুশীল মালতির কবিতার এই পংক্তির অংকিত রূপ যেন ঝরে পড়ছে শরতের আকাশে।

দূর দিগন্তে ডুব ডুব রবি, এমন দৃশ্য একে যায় কোন সে কবি?

গাছের উপর যবে পড়ে ছায়া, অপরূপ দৃশ্য দেখে বেড়ে যায় মায়া। দূর আকাশে রবির খেলা, মনোলোভা আলোতে মেঘের ভেলা।

 

শহরজুড়ে আলো আর আকাশ জুড়ে আধার, সম্পর্কটা এমন যেন কৃষ্ণ এবং রাধার।

আকাশে সাত রঙ ধনুক হয়ে ভাসে, আধার আনে পূর্ব আকাশে দিনের আলো নাশে।

গ্রামের পরে মেঘ করেছে ভর, কখন জানি নামবে বৃষ্টি ঝর ঝর।

দিনের পরে রাত্রি আসার আগে, বাংলার আকাশে শরৎ সন্ধ্যা নামে।

এ সম্পর্কিত আরও খবর