বনলতা সুইটস এন্ড বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 16:30:54

রজাধানীর রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় বনলতা সুইটস এন্ড বেকারির ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি আইটেম ও মিষ্টি উৎপাদন করতে দেখা যায়। ফ্যাক্টরিতে যথাযথ লেবেলবিহীন বিভিন্ন উপকরণ দিয়ে মিষ্টি ও বেকারি খাবার প্রস্তুত করতে দেখা যায়।

উৎপাদন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতিসহ তেলাপোকার ও ইঁদুরের বিচরণ লক্ষ্য করা যায়। রেফ্রিজারেটরে সিঙারা, সমুচা তৈরির কিমার সাথে কাঁচা মাংস সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। একইসাথে কিছু মেয়াদোত্তীর্ণ ফুড এডিটিভ ও অননুমোদিত কেমিকেল জব্দ করা হয়। এ সকল অপরাধে বনলতা সুইটস এন্ড বেকারি কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিক আদায় করা হয় এবং জব্দকৃত অস্বাস্থ্যকর মেয়াদোত্তীর্ণ খাবার ও অন্যান্য উপকরণ ধ্বংস করা হয়।

কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অনুমোদিত আমদানিকারক কর্তৃক আমদানিকৃত লেবেলযুক্ত ফুড এডিটিভ যাচাই করে ক্রয় ও ব্যবহারের নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

অভিযানকালে খাদ্য বিশ্লেষক ফারহানুল আলম, মনিটরিং অফিসার আমিনুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর