রংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো দুইটি অবৈধ ইটভাটা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-27 11:36:55

বৈধ কাগজপত্র না থাকায় রংপুরের বদরগঞ্জে দুইটি ইটভাটা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আরও দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে ১৬ লাখ টাকা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে বদরগঞ্জ উপজেলার ৪টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটা দুটি হলো উপজেলার মধুপুর এলাকার এসবি ব্রিকস ও এমবিটি ব্রিকস। একই সঙ্গে আরও দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে অনিয়ম পায় ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিকভাবে ওই দুই ইটভাটার মালিককে ৮ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের উপপরিচালক বাবুল আলম। অভিযানে সহযোগিতা করেন র‌্যাব -১৩ এর সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর