প্রথম ধাপে ভ্যাকসিন নিলেন যারা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 03:02:40

প্রথমদিন ভ্যাকসিন গ্রহণ করলেন ২৬ জন। মোট ৩২ জনের নেওয়ার কথা থাকলেও বয়স এবং শারীরিক অসুস্থতার কারণে তাদেরকে দেয়া হয়নি।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধনের দিন তাদেরকে ভ্যাকসিন প্রদান করা হয়।

প্রথমে যে পাঁচ জনকে ভ্যাকসিন দেয়া হয় ,মিস রুনু ভেরোনিকা কোস্তা কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স,ডাক্তার আহমেদ লুৎফুল নোবেল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, অধ্যাপক নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি, দিদারুল ইসলাম ট্র্যাফিক পুলিশ মতিঝিল বিভাগ, ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ বাংলাদেশ সেনাবাহিনী।

এদের দেওয়ার পর ধাপে ধাপে আরও ২১ জনকে ভ্যাকসিন দেয়া হয়।

তারা হলেন-মো. মাজেদুল ইসলাম, সানজিদা সুলতানা, মো. আব্দুল হালিম, মোহাম্মদ এনামুল হাসান, মো. হামজা, শাম্মী আক্তার, মুহাম্মদ শাহজাহান, ডা. আল মামুন শাহরিয়ার সরকার, ডাক্তার ফরিদা ইয়াসমিন, ডাক্তার আফরোজা জাহিন, ডাক্তার অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. আব্দুল কাদের খান, মেজর জেনারেল মাহবুবুর রহমান, মো. আব্দুর রহিম, কাজি জসিম উদ্দীন, মোশারফ হোসাইন, মাসুদ রায়হান পলাশ, মো. আল মাসুম মোল্লা, আমিরুল মোমেনীন, মিস মুন্নি খাতুন, মো. আশিকুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর