খুলনায় শত কোটি টাকার সাপের বিষসহ আটক ৩

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-26 14:22:52

খুলনায় প্রায় ১০০ কোটি টাকা মূল‌্যমানের সাপের বিষসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৬।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,- পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), ফ‌রিদপুরের ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুৎফর রহমান (৪৮) ও যশোরের রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস (৩২)।

র‍্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস‌্যরা ভোর ৬টায় খুলনার জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬টি সিল করা বোতলে ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। তিন‌টি পাত্রে তরল ও ৩টি পাত্রে গুড়া অবস্থায় বিষ পাওয়া গেছে। এ ধরনের বিষের পাউন্ড প্রতি মূল‌্য প্রায় ৭ কো‌টি টাকা। সে হিসেবেই ধারণা করা হচ্ছে বিষের আনুমানিক মূল্য ১০০ কোটি টাকার মতো। পাত্রের গায়ে ‘মেড ইন ফ্রান্স’ লেখা। সম্ভবত মাদক বা ঔষধ তৈ‌রির কাজে এসব বিষ ব‌্যবহার করা হয়।

তি‌নি আরও জানান, আটকৃতদের র‍্যাব-৬ সদর দফতরে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জা‌নিয়েছে, যশোর ও পাবনা রুটে এলাকায় বিষ পাচারের এ কাজ‌টি কর‌ছিলো। তদন্ত চলছে তাদের বিরুদ্ধে, শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর