গাইবান্ধায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৮ লাখ টাকা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-24 21:38:30

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ৩ ভাটার ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদফতরের উদ্যোগে সাদুল্লাপুরের ধাপেরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ঢাকাস্থ পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে সহযোগিতা করেন পরিবেশ অধিদফতর রংপুরের উপ-পরিচালক মো. ইউসুফ, র‌্যাব-১৩, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

এসময় ধাপেরহাট মহাসড়ক সংলগ্ন একবারপুর মৌজার সরোয়ার হোসেন বিদ্যুতের বিআরবি ইটভাটা পরিবেশ অধিদফতরের অনুমোদন না থাকায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পার্শ্ববর্তী এমএসবি ইটভাটা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হওয়ায় এবং পরিবেশ অধিদফতরের অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় ৮ লাখ টাকা এবং একই অপরাধে ইদ্রাক পুরের ২টি ইটভাটাকে ১০ লাখ করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলোতে এ অভিযান চলমান থাকবে।

এ সম্পর্কিত আরও খবর