জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 21:56:47

বাংলাদেশের পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব বলেন, কোভিড-১৯ কঠিন সময়ে উভয় দেশ চমৎকার সহযোগিতা রক্ষা করে চলছে এবং ভারত কর্তৃক উপহার হিসেবে ২০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন হস্তান্তর করার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানায়।

উভয়পক্ষই মুলতবি ইস্যুগুলোর প্রাথমিক সমাধানের পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। মুজিববর্ষের উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যৌথ উদযাপনের পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছরের উদযাপন নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ পক্ষ থেকে জানায়, বাংলাদেশ সরকার এবং জনগণ ২০২১ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আগামীকাল নয়াদিল্লিতে তার ভারতীয় প্রতিপক্ষ হর্ষ বর্ধন শ্রিংলার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর