‘যদি মূল্যবোধ তৈরি না হয়, বেশি নম্বর পেয়ে কি হবে’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 07:44:57

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যদি মূল্যবোধ তৈরি না হয়, তাহলে শুধু বেশি নম্বর পেয়ে কি হবে, মানবিক গুণে গুণান্বিত হও, চারপাশে তাকাও মানুষকে ভালোবাসো। নীতি নৈতিকতা নিয়ে বেড়ে উঠো। স্বদেশপ্রেমের উজ্জীবিত হও, নিঃস্বার্থ চিত্তে মানব কল্যাণে নিবেদিত হও।

শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী দীপু মনি এইচএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের স্বপ্নের উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের ইতিবাচক মানসিকতা পোষণ এবং গতানুগতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি।

তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এবার ফল প্রকাশ হলো। বোর্ড কর্তৃক সরবরাহকৃত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইল ঠিকানায় নির্ধারিত সময়ে ফল পৌঁছে গেছে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাচ্ছে।

অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনার সন্তানকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে দিবেন না, স্বার্থপর হিসেবে গড়ে তুলবেন না, দেশের কল্যাণে মানুষের কল্যাণে নিয়োজিত হওয়ার শিক্ষা যদি আপনার সন্তান না পায়। মনে রাখবেন এ শিক্ষা অর্থবহ হবে না, শিক্ষার আসল উদ্দেশ্য ব্যাহত হবে।

শিক্ষকদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, যারা শিক্ষকতা পেশায় আছেন আপনাদের দায়িত্ব অনেক বেশি। শিক্ষার গুণগত পরিবর্তনের বিষয়ভিত্তিক মানসম্পন্ন শিক্ষা দানের আপনাদের ভূমিকাই প্রধান। মানবিক মূল্যবোধ নাগরিক তৈরির ক্ষেত্রে আপনারা রাখতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।

তিনি আরও বলেন, এই ফলাফলে কোনো শিক্ষার্থী সংক্ষুব্ধ হলে ফলাফল রিভিউ চেয়ে আবেদন করতে পারবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার উদ্বোধন করেছেন। তারপর প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের হাতে রেজাল্টের কপি তুলে দেন।

এ সম্পর্কিত আরও খবর