নৌকায় সিল দেয়া ৫০টি ব্যালট বাতিল, অধ্যক্ষ আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-27 17:21:50

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করে নৌকা মার্কায় সিল মারার অভিযোগে ৫০টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। এসময় নৌকা মার্কার সমর্থক নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গনি সরকার বেলালকে আটক করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে নন্দীগ্রাম হাজী ওয়াজেদ আলী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এঘটনা ঘটে।

জানাগেছে, নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণকালে হাজী ওয়াজেদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গনি সরকার বেলালের নেতৃত্বে নৌকা মার্কার কর্মী সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপারে সিল দেওয়া শুরু করে। এসময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে নৌকা মার্কার কর্মী সমর্থকরা পালিয়ে যান। পরে মনসুর আলী ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে ওসমান গনি সরকার বেলালকে আটক করা হয়।

হাজী ওয়াজেদ আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফারুকুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, জোর করে নৌকা মার্কায় সিল দেওয়া ৫০টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর