চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেলে উড়ে গেল শিশুর হাত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-27 10:31:14

চাঁপাইনবাবগঞ্জে বল ভেবে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে মহরমি আক্তার মায়া (১১) ও তার ছোট বোন মারিয়া (৩) নামে দুই শিশু আহত হয়েছে। এ ঘটনায় মহরমি আক্তার মায়ার হাতের কব্জি উড়ে যায়।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা-বিদিরপুর মহল্লায় এ ঘটনা ঘটে। আহত শিশুরা একই এলাকার আশরাফুল হকের মেয়ে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, আহত মায়া ও মারিয়া সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এ সময় পরিত্যক্ত জায়গায় একটি কৌটা দেখতে পেয়ে সেটি বল ভেবে খেলতে গেলে বোমাটি বিস্ফোরণ হলে মায়ার মুখ পুরোপুরি ঝলসে যায় এবং হাতের কব্জি উড়ে যায়। একই সময় তার ছোট বোন মারিয়া সামান্য আহত হয়।

এ ঘটনায় গুরুতর আহত মায়াকে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার ছোট বোন মারিয়াকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপে একাধিক হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর