কুষ্টিয়ায় গম চাষে আগ্রহ বেড়েছে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-09-01 05:23:05

বর্তমান মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কুষ্টিয়ার কৃষকদের মাঝে গম চাষে আগ্রহ বেড়ছে। ফলে এ মৌসুমে ব্যাপক মুনাফার আশা করছেন তারা।  

জানা গেছে, আগে এই অঞ্চলে প্রচুর গমের চাষ করা হতো। গমের রোগের কারণে চাষিরা গম চাষ থেকে মুখ ফিরিয়ে নেন। পরবর্তীতে আবার ধানের দাম না পাওয়ায় কৃষকেরা গম চাষে ঝোকেন। তবে এই মৌসুমে গম চাষে বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।

আরও জানা গেছে, কৃষি অফিসের পরামর্শে এ বছর আবারও গম চাষে ঝুঁকেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া থাকায় ফলনও ভালো হয়েছে। তবে এবছর জেলায় কোথাও ব্লাস্টের আক্রমণ দেখা দেয়নি। তবে শহরের কয়েকটি এলাকার গমে মরিচা রোগ দেখা দিয়েছে। কৃষি অফিসের তৎপরতায় তা মোকাবিলা করতে সক্ষম হয়েছেন কৃষকরা।

কুষ্টিয়ায় গম চাষে আগ্রহ বেড়েছে

ভেড়ামারা উপজেলার কৈগাড়ীপাড়া এলাকার কৃষক. মো. মতিউর রহমান জানান, এবছর তিনি এক বিঘা জমিতে গমের আবাদ করেছেন। সাধারণত শীতে গমের ক্ষেত নষ্ট হলেও এবার তেমন কোনও ক্ষতি হয়নি। ফলে ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

ভেড়ামারা উপজেলা উপসহকারী কৃষি অফিসার আব্দুল মুন্নাফ বলেন, ‘রাজস্ব খাতের অর্থায়নে গম প্রদর্শনী বারিগম:৩৩ আবাদ করে বেশ সাড়া পাওয়া গেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

জানা গেছে, জেলার ৬টি উপজেলায় ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চলতি ২০২০-২১ অর্থবছরে ১ হাজার ৩৪৫ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মিরপুর উপজেলার মশান গ্রামের গম চাষি আব্দুল মান্নান জানান, আগের কয়েক মৌসুমগুলোতে গমের রোগ (ব্লাষ্ট) হওয়ায় লোকসান হয়েছিল। এখন কৃষি অফিসের পরামর্শে আবারও গম চাষ শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে গমের চাষে লাভের মুখ দেখবেন তারা।

চাষি ফারুক আধী জানান, এই বছর রোগের আক্রমণ না হওয়ায় ভালো ফলন ও মুনাফার আশা করছেন তিনি।

মিরপুরের কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘চলতি মৌসুমে এই অঞ্চলে ব্যাপকহারে গমের চাষ হয়েছে। কৃষি অফিসের পরামর্শে এই মৌসুমে কৃষকদের গম চাষের প্রতি আগ্রহী করে তোলা হয়।’

কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকশ্যামল কুমার বিশ্বাস বলেন, ‘চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা অনেকগুণ বেড়েছে।’

 

এ সম্পর্কিত আরও খবর