কেসিসির নব-নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ মঙ্গলবার

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-14 04:10:48

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক দায়িত্ব গ্রহণ করবেন আগামীকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর)। ওই দিন বিকেল ৩টায় বিদায়ী মেয়র মনিরুজ্জামান মনির হাত থেকে দায়িত্ব নেবেন নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। একই অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত সাধারণ ও নারী কাউন্সিলররা।

কেসিসি সূত্র থেকে জানা যায়, দায়িত্বগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সিটি করপোরেশন ৫টি কমিটি গঠন করেছে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা।

এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ছাড়াও খুলনা ও বাগেরহাটের ১০ জন সংসদ সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে।

ইতোমধ্যে দায়িত্বগ্রহণ উপলক্ষে নগর ভবনকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। রাতে রকমারি আলোকসজ্জায় নগর ভবন চমক ছড়াচ্ছে। সিটি করপোরেশনের আশপাশে তোরণ, ফেস্টুন আর ব্যানারে শোভা পাচ্ছে শুভেচ্ছা বার্তা।

উল্লেখ, গত ১৫ মে অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের খুলনা মহানগরের সভাপতি তালুকদার আব্দুল খালেক মেয়র নির্বাচিত হন। দায়িত্ব নেয়ার পূর্বেই গত মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) একনেকের বৈঠকে কেসিসির জলাবদ্ধতা নিরসনে ৮২৩ কোটি টাকার মেগা প্রকল্প পাশ করেন তিনি। দায়িত্ব গ্রহণের আগে ৮২৩ কোটি টাকার প্রকল্প পাস করার ঘটনা এটিই প্রথম। এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে নগর পিতার আসনে বসবেন খালেক।

এ সম্পর্কিত আরও খবর