প্রধানমন্ত্রীর ফ্লাইট থেকে মাদক গ্রহণকারী ক্রুকে অব্যাহতি

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 16:45:31

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইটে ‘ডোপ টেস্টে’ (মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায়) পজিটিভ ফল আসায় এক কেবিন  ক্রুকে ভিভিআইপি ফ্লাইট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় তথ্য গোপন করার কারণে গ্রাউন্ডেড করা হয়েছে আরেক কর্মকর্তাকে।

ঘটনাটি ঘটে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরের সময়।

এ বিষয়ে বিমানের জেনারেল ম্যানেজার (পিআর) শাকিল মেরাজ বলেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষ তদন্ত করছে।

বিমান সূত্রে জানা গেছে, এই ঘটনায় বিমানের কেবিন ক্রু মাসুমা মুফতিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি দায়িত্ব অবহেলা এবং তথ্য গোপন করার কারণে এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিসের অ্য্যাকটিং ডিজিএম নুরুজ্জামান রঞ্জুকে গ্রাউন্ডেড করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের যোগ দিতে লন্ডন হয়েছে যুক্তরাষ্ট্র যান। এ সময় লন্ডনে যাত্রা বিরতি করেন তিনি। এর আগে ওই কেবিন ক্রুর ডোপ টেস্ট করা হয়। এতে পজিটিভ ফলাফল আসে।

এয়ারলাইন্সের অপারেশনাল সেফটি অডিটের অংশ হিসেবে তিন বছর আগে থেকে বিমানের এই ডোপ টেস্ট চালু করা হয়।

এ সম্পর্কিত আরও খবর