ভারতে পাচার হওয়া দুই কিশোরকে হস্তান্তর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-22 02:36:16

ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি কিশোরকে দেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দুই বছর আগে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা কিশোররা হলো- রাজশাহীর আব্দুল শেখের ছেলে আব্দুল আজিজ লাবু (১৬) এবং নড়াইলের কাজী মাকসুদ আহমেদের ছেলে কাজী শাহারিয়ার (১৭)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া শেষে কিশোরদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও গ্রহণ করেছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রোগ্রামার অফিসার অপূর্ব কুমার সাহা জানান, আইনি সহয়তা দিতে দুই কিশোরতে গ্রহণ করা হয়েছে। পরে তাদেরকে যশোর নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভুক্তভোগী কিশোররা জানায়, কাজের কথা বলে এক প্রতিবেশী তাদের সীমান্ত পথে ভারতের মোম্বাই নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মোম্বাই পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে একটি বেসরকারি এনজিও সংস্থার শেল্টার হোমে তাদের জায়গা হয়। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়ায় শেষে ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরত এসেছে।

এ সম্পর্কিত আরও খবর