খুলনার সড়ক দুর্ঘটনায় পঞ্চানন গোলদার (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষক মটর সাইকেলের আরোহী ছিলেন।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাতে খুলনার হরিণটানা থানার অদূরে সিটি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পঞ্চানন গোলদার খুলনার ডুমুরিয়ার ধানিবুনিয়া গ্রামের বাসিন্দা পাগল গোলদারের পুত্র। তিনি ডুমুরিয়ার শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের শিক্ষক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাতে পঞ্চানন গোলদার মোটরসাইকেল যোগে কৈয়া বাজার থেকে খুলনার উদ্দেশ্য আসছিলেন। পথিমধ্যে হরিনটানা থানার জিরোপয়েন্ট এলাকায় কামরুলের দোকানের সামনে পৌঁছালে দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার একটি হাত ভেঙে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে এসে সার্জারি বিভাগে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে মারা যান তিনি।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত পঞ্চানন গোলদার ডুমুরিয়ার শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের শিক্ষক বলে জানা গেছে। লাশ খুমেকের মর্গে আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।