নির্মল পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ | 2023-08-27 18:11:40

বনভূমি রক্ষা, নতুন নতুন বন সৃষ্টি ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে নির্মল পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার এমন মন্তব্য করেছেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহার।

তিনি আরও বলেন- দূষণ রোধে শিল্প কারখানায় উন্নত প্রযুক্তি ব্যবহারের দিকে জোড় দেওয়া হয়েছে। পরিযায়ী পাখির অভয়াশ্রম গড়ে তুলতে সরকার সর্বাত্মক সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় প্রশাসন ও বিবিসিএফ এর আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে জীব বৈচিত্র সংরক্ষণ বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারী, যশোর সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক রেজাউল করিম, মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব, বিবিসিএফ এর সভাপতি ড. এএস,এমন ইকবালসহ স্থানীয় প্রশাসন, বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহার আত্রাই নদীতে পরিযায়ী পাখির গড়ে উঠা অভয়াশ্রম পরিদর্শন করেন।

এ সম্পর্কিত আরও খবর