কারাগার স্টাফ কোয়ার্টারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-08-28 16:19:13

যশোর কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারে আগুনের ঘটনা তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সিনিয়র জেল সুপারের কাছে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার ও তদন্ত কমিটির সদস্য তুহিন কান্তি খান বিষয়টি নিশ্চিত করেন।

কমিটির বাকি সদস্যরা হলেন- ঝিনাইদহ কারাগারের জেলার আবুল বাসার এবং যশোর কারাগারের ডেপুটি জেলার তৌহিদুল ইসলাম।

জেলার তুহিন কান্তি খান জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে জেলখানার মধ্য অন্য কোয়ার্টারে পুনর্বাসন করা হয়েছে। এছাড়া প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা, বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য, রান্না করার সরঞ্জাম, প্রয়োজনীয় কাপড় ও বিছানার ব্যবস্থা করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর ফের তাদের সহযোগিতা করা হবে।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি রাত শোয়া সাতটার দিকে আকস্মিকভাবে আগুন লাগে কারাগারের ভেতরে স্টাফ কোয়ার্টারে। এতে সেখানের বসবাররত ৬টি ঘর পুড়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর